আড়িয়াল খাঁ নদীর পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পর শিবচরে জান্নাতুল আক্তার (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে ম*রদেহটি উদ্ধার করা হয়। নিহত জান্নাতুন আক্তার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ন চরকাঁচিকাটা গ্রামের প্রবাসী রনি ফকিরের মেয়ে। সে স্থানীয় বাইতুল কারীম মহিলা মহিলা মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্রী ছিলো।এর আগে গত শনিবার সে চরশ্যামাইল এলাকায় ফুফাতো বোনের সাথে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রতন শেখ বলেন, আড়িয়াল খাঁ নদে নিখোঁজের দুই দিন পর আজ সকালে ম*রদেহটি উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে পুলিশ,ফায়ার সার্ভিস অনেক খোঁজাখুঁজি করছিলো। এটি একটি মর্মান্তিক ঘটনা।