শিবচর থানার অফিসার ইনচার্জ রতন শেখ বলেন, আজ ভোর ০৪:২০ ঘটিকার সময় শিবচর থানাধীন পাঁচ্চর গোলচত্ত্বর এলাকায় এ্যাম্বুলেন্স নিয়ে ডা*কাত দল ডা*কাতি করতে আসছে সন্দেহে স্থানীয় জনসাধারণ গ*ণপি*টুনি দেয়।
এই খবর পেয়ে শিবচর থানার ডিউটিরত এসআই সালাউদ্দিন এবং এসআই মিরাজ তাদের টিম সহ আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে।
তাদের নাম ঠিকানা।
১/ সোহরাব মীর(২৫), পিতা- মৃত সিরাজ মীর, সাং- কাচনা,
২/ মেহেদী মীর (২৪), নুরু মীর, সাং- কাচনা,
৩/ বশির শেখ (২৮), পিতা- মৃত শাহজাহান শেখ, সাং- ভান্ডারখোলা,
৪/ রাজু শেখ (২৮), পিতা- কবির শেখ, সাং- নগরকান্দি সর্বথানা- মোল্লার হাট, জেলা- বাগেরহাট।
চারজন কথিত ডাকাতকে পুলিশ হেফাজতে নিয়ে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান হয়।
বর্তমানে আ*টককৃতরা শিবচর থানা পুলিশের হেফাজতে আছে।
মামলার প্রস্তুতি চলছে