১২জুলাই রোজ শনিবার শেরপুর জেলার নকলা উপজেলার ৫নং বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী, নয়াপাড়া এলাকায় অবস্থিত আন্ নূর দারুস্ সুন্নাহ্ মাদ্রাসা ও এতিমখানা-এর উপদেষ্টা ও আজীবন সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার প্রধান উপদেষ্টা এবং সাবেক বারবার নির্বাচিত জনপ্রিয় রাজনীতিবিদ মরহুম মাহবুব আলী মনি চৌধুরীর সুযোগ্য সন্তান রাব্বেনূর চৌধুরী। তিনি বলেন,
“২০০২ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় আমার চাচা সাবেক হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী এবং আমার বাবা মরহুম মাহবুব আলী মনি চৌধুরীর অসামান্য অবদান রয়েছে। ইনশাআল্লাহ, আমি এবং আমার চাচাতো ভাই ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করব। সবাই আমার বাবা ও চাচার রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।”
বিশেষ অতিথি ও উপদেষ্টা, শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপন বলেন,
“মসজিদ-মাদ্রাসা আল্লাহর ঘর। এটি পরিচালিত হয় সকলের সম্মিলিত সহযোগিতায়। আমরা চাই এই মাদ্রাসা ও এতিমখানাটি আরও উন্নতির পথে এগিয়ে যাক। এবং এই মাদ্রাসা থেকে অনেক দ্বীনী আলেম হাফেজ মাওলানা বের হয়ে আসোক এজন্য আপনাদের দোয়া ও সহায়তা আমাদের একান্ত কাম্য।”
সভায় আরও বক্তব্য রাখেন মাদ্রাসার উপদেষ্টা, ৫নং বানেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব জালাল উদ্দীনের জ্যেষ্ঠ পুত্র খন্দকার জাকির হোসেন ফারুক। তিনি বলেন,
“আমার পিতা যেমন জনগণের সেবা করেছেন, আমিও চেষ্টা করব এই প্রতিষ্ঠানটির কল্যাণে ভূমিকা রাখতে। এই প্রতিষ্ঠান যেন দ্বীনি শিক্ষায় আলোকিত প্রজন্ম গড়তে পারে, সেই দোয়া করি।”
এবং উক্ত আলোচনা সভায় আরও অনেকেই উপস্হিত বক্তব্য রাখেন, আজিবন সদস্য যুবদল নেতা মাসুম, সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।