1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন শালিখার ইকো পার্কের রাস্তার উদ্বোধন করলেন জেলা প্রশাসক রাবির দশতলা হলের নির্মাণ কাজ প্রায় শেষ; ডিসেম্বরেই আসন পাবেন শিক্ষার্থীরা চাঁদাবাজি ও অনিয়ম করতে গিয়ে বিএনপি’র যুবদলের নেতা কে গণপিটানি দেয় জনগণ শরীয়তপুর জেলা সখিপুর থানা দিন আজকে পনেরই মেয়ে ২০২৫ রোজ বৃহস্পতিবার কনেল (অব)এস এন এ ফয়সাল আহাম্মেদ মিটিং করেন রৌমারী সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫ ঢাবি’র ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে বানারীপাড়ায় কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালন কয়রায় শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ জয়পুরহাটে ঈদগাহ মাঠ স্ত্রীর কাছে ‘বিক্রি’ করলেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অসুস্থ মেজর (অবঃ) আব্দুল মান্নানকে দেখতে গেলেন বিকল্প ধারার কেন্দ্রীয় নেতৃবৃন্দ

মাদ্রাসা নারী শিক্ষিকাকে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগতিতে কামরুন্নাহার নামের এক নারী শিক্ষিকাকে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলার চরসেকান্তর মোখলেছিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম নিজাম উদ্দিন। তিনি  চরআলগী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। এবং চরসেকান্তর মোখলেছিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক।

নারী শিক্ষিকা কামরুন্নাহার বলেন,চাহিদা মতো টাকা দিয়েও ভাগ্য জোটেনি তার চাকুরী। তিন লাখ টাকা নিয়েও তাকে চাকুরী থেকে বাদ দেন ওই প্রধান শিক্ষক। টাকা ফেরত চাইলে দিচ্ছে হুমকি। এ ঘটনায় বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার চরসেকান্তর  মোখলেছিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায়।
জানা যায়, উপজেলার চরসেকান্তর মোখলেছিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোহাম্মদ  নিজাম উদ্দিন কামরুন্নাহারকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্বামী দিদার ফরাজীকে ফুসলিয়ে ২০২২ সালের আগস্ট মাসের ১২ তারিখে একটি স্টাম্পে স্বাক্ষর করে তার কাছা থেকে ৩ লাখ টাকা নেন প্রধান শিক্ষক নিজাম উদ্দিন।
টাকা নিয়ে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তারিখে কামরুন্নাহারকে সাক্ষাৎকার বোর্ডের রেজুলেশনের মাধ্যমে মাদরাসার ম্যানেজিং কমিটি ২০২২ সালের অক্টোবর মাসের ১২ তারিখে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র প্রদান করেন।  উল্লেখিত তারিখে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৪-১০-২০২২ ইং তারিখে সহকারী শিক্ষক পদে কাজে যোগদান করেন কামরুন্নাহার। এরপর যথারিতি কামরুন্নাহার একজন শিক্ষক হিসেবে জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বও পালন করেছেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর মন্ত্রনালয়ে প্রেরিত শিক্ষকদের তালিকা থেকে কামরুন্নাহারকে বাদ দিয়ে শিক্ষক তালিকা ও আনুষাঙ্গিক কাগজপত্রে তার নাম নেই। বিষয়টি জানতে পেরে কামরুন্নাহারের স্বামী দিদার ফরাজী ঘটনার সত্যতা যাচাই করতে প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সাথে দেখা করতে চাইলে তিনি নানা তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে কামরুন্নাহার বাদি হয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।  ইউএনও বিষয়টি তদন্ত করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করে ঘটনার সত্যতাও পেয়েছেন।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে নানা সমালোচনার ঝড়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক হয়ে এমন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়বে, তা কল্পনাও করা যায়না। অন্যদিকে খেটে খাওয়া দিদার ফরাজী মোহাম্মদ নিজাম উদ্দিনের মত প্রধান শিক্ষকের খপ্পরে পড়ে এখন সর্বহারা। নিজের আয়কৃত জমানো টাকা নিজাম উদ্দিনের হাতে  তুলে দিয়ে এখন চরম কষ্টে দিনাতিপাত করছেন ভুক্তভোগী পরিবারটি।
এ ব্যাপারে ভুক্তভোগী দিদার ফরাজী বলেন, আমি একজন গরীব মানুষ। দিন এনে দিন খাই। নিজাম উদ্দিন আমার স্ত্রীকে তার মাদরাসায় সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়ার কথা বলে আমার কাছ থেকে তিন লাখ টাকা নেন। চাকুরীও দেননি। আমার টাকাও দিচ্ছেনা।
ভুক্তভোগী কামরুন্নাহার বলেন,টাকা নিয়ে আমাকে চাকুরী দেয়নি। সে প্রতারণা করছে। আমি ন্যায় বিচার চাই।
অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন এ প্রতিবেদককে হুমকি দিয়ে বলেন, আমি কেমন মানুষ আপনি জানেননা? আপনি পারলে আমার বিরুদ্ধে লেখেন,লেখলে কি হবে?  এই বলে মোবাইলের সংযোগ কেটে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন বলেন, চাকুরী দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি উভয়পক্ষ স্বীকার করছেন।অভিযোগটির তদন্ত সম্পন্ন হয়েছে। খুব দ্রুত উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিবো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com