হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনা সদস্যদের পরিচালিত অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩-নভেম্বর) ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত মাধবপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুরা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মো. রতন মিয়ার বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার ঘর থেকে ৭.৩ কেজি গাঁজা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং রতন মিয়াকে আটক করা হয়। আটক রতন মিয়া বেজুড়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে সেনা সদস্যরা জানান।
মাদকবিরোধী অভিযান দেশের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। অভিযানে মাধবপুর আর্মি ক্যাম্পের একটি টিম অংশ নেয়। অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর অভিযানে একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।