পিরোজপুরের ভাণ্ডারিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। দুইদিনব্যাপী এ কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ, আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠান।
৪ জুলাই (শুক্রবার) জুমার নামাজের পর ভাণ্ডারিয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা হয়। ৫ জুলাই (শনিবার) সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব বাদশা জোমাদ্দার, আমান উল্লাহ্ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নুরুজ্জামান স্যার, দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান, সংগঠনের সদস্য, তরুণ স্বেচ্ছাসেবী ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। পরে আলোচনা পর্বে বক্তারা বলেন, মানব সেবা ব্লাড ফাউন্ডেশন শুধুমাত্র একটি রক্তদাতা সংগঠন নয়, এটি মানবতার কল্যাণে নিবেদিত একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে । রক্তদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সেবামূলক কর্মকাণ্ডে সংগঠনটি ইতোমধ্যে প্রশংসনীয় ভূমিকা রেখেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মেহেদী হাসান বলেন, গত দুই বছরে আমরা বহু অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি আগামীতেও আমাদের কার্যক্রম আরও বিস্তৃত ও ফলপ্রসূ করতে চাই। এজন্য সবার সহযোগিতা, দোয়া ও ভালোবাসা প্রয়োজন।
বক্তারা সংগঠনের কর্মীদের নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধের প্রশংসা করেন। পর্বে আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় দিনব্যাপী এই আয়োজন