মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর শরীরে ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করায় রোগীর মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় এই ঘটনা ঘটে। নিহত রোগীর নাম বিল্লাল হোসেন। তিনি জেলার সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামের বাসিন্দা।
রোগীর স্বজনরা বলেন, গত বুধবার (১৯ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বিল্লাল হোসেনকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর রোগীর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলেন তার (রোগী) রক্তের প্রয়োজন। প্রেসক্রিপশন নিয়ে হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে এক ব্যাগ ও+পজিটিভ রক্ত চাইলে হাসপাতালের ব্লাড ব্যাংকে দায়িত্বে থাকা ব্যক্তি প্রেসক্রিপশন দেখে আমাদের কাছে এক ব্যাগ রক্ত দেন। আমরা সেটি এনে নার্সের কাছে দেওয়ার পর নার্সরা বলেন ডাক্তারের অর্ডারপত্র লাগবে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার রক্ত দেখে অর্ডারপত্র দিয়েছেন। এরপর নার্সরা রোগীর শরীরে সেটি পুশ করেন। এরপর থেকেই রোগীর অবস্থা খারাপ হতে থাকে সারা শরীর ঠান্ডা হয়ে যায়। আমরা তখনও বুঝিনি যে রোগীকে ভুল রক্ত দেওয়া হয়েছে।
হাসপাতালে আসা এক ব্যাক্তি দেখে আমাদের বলেন রোগীকে ভুল রক্ত দেওয়া হচ্ছে। এরপর আমরা দ্রুত করে নার্স ও ডাক্তারদের অনেক ডাকাডাকি পরে তারা এসে রোগীর কোনো চিকিৎসা দেননি। তারা তড়িঘড়ি করে সেই রক্তের ব্যাগ ও রক্ত সংক্রান্ত কাগজপত্র নিয়ে চলে যান। পরে রাত ৮টার দিকে আরেকজন ডাক্তার এসে আমাদের রোগীকে ঢাকায় নিয়ে যেতে বলেন।
তারা আরও বলেন, আমরা বলেছি, রোগীকে ঢাকায় নেওয়ার মত অবস্থা আমাদের নেই। এটা একটা সরকারি মেডিকেল, আমাদের রোগীর চিকিৎসা জন্য আপনাদের তুমিতো অনুরোধ জানাচ্ছি।