1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারি ২০২৫ উপলক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত জামালপুরের ইসলামপুরে অবৈধ অশ্লীল নৃত্য ও জুয়ার আসর ভেঙ্গে ৪১ জন আটক: উ’দ্ধার ২১ মোটরসাইকেল, ৩২ মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রশস্ত্র গণমাধ্যম সপ্তাহেরাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান যশোরের রূপদিয়ায় জামায়াত সন্ত্রাসীদের তাণ্ডবে ১৪টি বাড়িঘর ভাঙচুর লুটপাট থানায় মামলা হরিরামপুর ঝিটকা বাজারে ২০ বছরের যানযট নিরেসন বিকল্প কাচামালের আড়ৎ মির্জাপুরে মানববন্ধনের পর আসামির বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৩ স্ত্রীর করা মামলায় স্বাস্থ্য কর্মকর্তা সোহেল রানাকে কারাগারে মুসলিম স্থাপত্যের এক বৈচিত্র নিদর্শন… হিলি স্থল বন্দর দিয়ে শেষ দিনে এলো ৩ হাজার ২৫৭ টন চাল সাংবাদিক ও কবি কমরেড সৌমিত্র দেব টিটু আর নেই

মান্দার জোতবাজার ব্রিজের মূল কাঠামোর কাজ দ্রুতগতিতে চলমান

Md. Saidul Islam
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার খেয়া ঘাটের নির্মিত বীজের সংযোগ সড়ক নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম নিতি মেনে মানসম্মত সামগ্রী ব্যবহার করে দ্রুতভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী । জানা গেছে ব্রিজের মূল কাঠামোর কাজ শুরু হয় ২০১৮ সালে এবং ব্রিজের মূল কাঠামোর কাজ শেষ হয় ২০২৪ সালে ।
মান্দা উপজেলা এল জি ডি প্রকৌশলী অফিস সুত্রে জানাযায় ব্রিজের এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১৮ কোটি ৮১ লক্ষ ২৫ হাজার টাকা। পরবর্তীতে ২৭০ মিটার সংযোগ সড়ক নির্মাণ কাজে ৪ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয় নির্ধারণ করে দরপত্র আহবান করা হয়। দরপত্রটি কার্যাদেশ পায় মোঃ সোহেল এন্ড এম এস খান ট্রেডার্স  জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে কাজটি ক্রয় করে নেন মেসার্স বাসের আলী সরদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদী হাসান বাবু। স্থানীয়রা বলেন  এই ব্রিজের  মূল কাঠামো কাজ  শেষ হবার কিছু দিন পরেই সংযোগ সড়কের কাজ শুরু হয় । ২৭০ মিটার সংযোগ সড়কের নির্মাণ কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে দ্রুত গতিতে চলমান রয়েছে ।
সংযোগ সড়কের নির্মাণ কাজে মানসম্মত বালি ও ইটের খোয়া, রড, সিমেন্ট এবং ব্লোক পোষ্ট, খুঁটি সহ সকল কাজ মানসম্মত হচ্ছে বলে জানান স্থানীয় এলাকাবাসী ও মান্দা উপজেলা এল জি ডি প্রকৌশলী কর্মকতা ।
এছাড়া ও ওয়াটার বাউন্ড ম্যাকাডাম ( WBM) কাজ ও ভালো হচ্ছে বলে ঠিকাদারকে ধন্যবাদ জানান এলাকাবাসি ।  সরে জমিনে গিয়ে ব্রিজ দিয়ে চলাচল স্থানীয়দের সাথে কথা বলে এই সকল তথ্য পাওয়া যায় । এ সময় স্থানীয়রা আরো বলেন এই ব্রিজটি হওয়াতে আমাদের যাতায়াত অনেক সুবিধা হয়েছে আগে আমরা অনেক কষ্ট করে নৌকায় চড়ে খেয়া পার হতাম, বর্ষাকালে জীবনের ঝুঁকে নিয়ে নদী পার হইতে হতো। স্থানীয় এলাকাবাসী ও  স্কুল শিক্ষার্থীরা  বলেন আগে আমরা নৌকায় পার হয়ে স্কুলে যেতে অনেক সময় লাগতো এখন আমরা অল্প সময়ের মধ্যে স্কুলে যেতে পারি, এই ব্রিজটি হওয়াতে আমরা অনেক খুশি এবং আনন্দিত।এ বিষয়ে সাব ঠিকাদারি মেহেদী হাসান বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি সিডিউল মোতাবেক নিয়ম নিতি মেনে মানসম্মত সামগ্রী ব্যবহার করে সুন্দর ভাবে কাজ করে যাচ্ছি । এবং  এই কাজ আর দুই মাসের মধ্যে শেষ করে অফিসকে বুঝিয়ে দিতে পারবো বলে আমি আশা করি । মান্দা উপজেলা (এলজিইডি) প্রকৌশলী কর্মকতা মোঃ আবু সায়েদ বলেন, জোতবাজার ব্রিজের সংযোগ সড়কের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে ।
এদিকে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন এই ব্রিজটি হওয়াতে অত্র এলাকার জনসাধারণের দুর্ভোগ শেষ হলো, অত্র এলাকার জনগণের বহুদিনের কাঙ্খিত আশা পূর্ণ হতে চলেছে ।  নওগাঁ জেলার (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন আমার জানামতে সুন্দর ভাবে জোতবাজার খেয়া ঘাটের নির্মিত বীজের সংযোগ সড়ক নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানটি সিডিউল মোতাবেক নিয়ম নিতি মেনে মানসম্মত সামগ্রী ব্যবহার করে কাজটি দ্রুত গতিতে করছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com