ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের শহিদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এরপর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক হাসিবুল হক সানজিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবিড়, যুগ্ন সদস্য সচিব মোবাশ্বের হোসেন, সংগঠক নাহিদ ইসলাম ও সদস্য কেএম সাজিনসহ অন্যান্যরা। এসময় ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ সহ ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা গাজাবাসীর উপর নির্মম হত্যাকাÐ বন্ধসহ ইসরায়েলি সকল পণ্য বয়কটের আহবান জানান।