মা ইলিশ সংরক্ষণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার বিকেলে ভাটারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১৮৯ জন জেলের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ চাল বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানা গেছে, চার অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা নিষেধ। এ সময় জেলেরা নদী থেকে মা ইলিশ জাল ফেলে ধরতে পারবে না। তাই জেলেদের কথা চিন্তা করে এ চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। চাল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পাট পরিদর্শক মোঃ আওরঙ্গজেব, উপজেলা মৎস্য কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হাফিজুর রহমান , সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল ইসলাম প্রমুখ ।
উপজেলার আটটি ইউনিয়নের ১ হাজার ৭৩০ জন জেলের মধ্যে এ চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবজানী ভৌমিক বলেন, মা ইলিশ সংরক্ষণে উপজেলার আটটি ইউনিয়নের ১ হাজার ৭৩০ জন জেলের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।