স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল)-এর প্রধান ফটকে বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। একই সাথে দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধেও জোরালো প্রতিবাদ জানান তারা।
রবিবার (১৩ জুলাই) দুপুর ১টায় ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষার্থীরা সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ ও সমাবেশে ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের শত শত শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের হাতে “সন্ত্রাস রুখো, শিক্ষাঙ্গন বাঁচাও”, “মিটফোর্ড হামলায় জড়িতদের বিচার চাই”, “চাঁদাবাজি বন্ধ করো” ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।