1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জমিজমা সংক্রান্ত জেরে চাচাতো ভাইয়ের হাঁসুয়ার আঘাতে চাচাতো বোন নিহত নিয়ামতপুরে উল্টো রথে শেষ হলো রথযাত্রা উৎসব রানীশংকৈলে পরিত্যক্ত জেলখানায় ১ জনকে ছুরি আঘাত করে হত্যার চেষ্টা পীরগঞ্জের বৈরচুনা সীমান্তে বিএসএফ কর্তৃক ৬ বাংলাদেশী কে পুশ ইন ফুলবাড়ীতে বিএনপি’র ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ অষ্টগ্রামে রিপোর্টার্স ক্লাবের তারিখ পরিবর্তন চন্দনাইশে প্রত্যয়ের সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে উপসহকারী প্রকৌশলী হেলাল নিজেই ‘ঠিকাদার’ এইচএসসি পরীক্ষার্থী কাওসারের আত্মহত্যা: বেতাগীতে শোকের ছায়া শিবগঞ্জে ২টি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব

মিঠাপুকুরে ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Md Motahar Hossain
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিবুল ইসলাম রিপনের বিরুদ্ধে এক নাবালিকাকে অপহরণে সহয়তা করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে । এ ঘটনায় রাকিবুলকে নির্দোষ দাবি করে মিঠাপুকুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গতকাল কোমরগঞ্জ বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, স্থানীয় শিক্ষক, অভিভাবক, ছাত্র-জনতা এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলার ৫ নং আসামি রাকিবুল ইসলাম রিপন ও মামলার ৬ নম্বর আসামি ফুয়াদ হাসানের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক  উদ্দেশ্যপ্রণোদিত।  ছাত্রনেতা রাকিবুল ইসলাম রিপন একজন শিক্ষিত, আদর্শবাদী ও সোচ্চার ছাত্র প্রতিনিধি। যিনি দীর্ঘদিন ধরে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। তার জনপ্রিয়তা ও কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এমন মামলার আশ্রয় নিয়েছে।

মামলার ৫ নম্বর আসামি রাকিবুল ইসলাম রিপন বলেন, “এই মামলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। একটি মেয়েকে কেন্দ্র করে বিগত সরকারের দোসর ফ্যাসীবাদী আওয়ামীলীগারদের ইন্ধনে জনৈক সামসুল ইসলাম আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তুলেছেন। এটি সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।” অপরদিকে, মামলার ৬ নম্বর আসামি নবম শ্রেণির শিক্ষার্থী ফুয়াদ হাসান বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমার ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা চলছে। আমি চাই প্রশাসন সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচন করুক এবং নিরপরাধদের মামলা থেকে অব্যাহতি দিক।” সমন্বয়ক মুত্তাসিম বিল্লাহ বলেন, “রিপনের মতো একজন সচেতন ও সাহসী ছাত্রনেতার বিরুদ্ধে অপহরণের মতো গর্হিত অভিযোগ কেবল ব্যক্তি আক্রমণ নয়, বরং এটি গোটা ছাত্র সমাজের মর্যাদার ওপর আঘাত।” তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান।

অপহৃত নাবালিকার বাবা সামছুল ইসলাম বলেন, আমার মেয়ে নিখোঁজ। একমাস থেকে আমাকে বিভিন্ন আশ্বাসে তারা মামলা থেকে বিরত রাখে। মেয়েকে ফেরত পেলে আমি মামলা প্রত্যাহার করবো। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকলে অবশ্যই তাদের অব্যাহতি দেয়া হবে। তবে যেহেতু নাবালিকা একটি মেয়ে নিখোঁজ রয়েছে, তাই আমরা বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে দেখছি। ভিকটিম উদ্ধারের পর বোঝা যাবে কারা জড়িত।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com