1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট ‘২৪ সম্পন্ন মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ লোহাগাড়া প্রেসক্লাব’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান হিলিতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচীর নামে মানহানীর চেষ্টা, সর্বত্র প্রতিবাদের ঝড় দৌলতখানে ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ, স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষকেরা চিরিরবন্দরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাক্ষীগণের সংবাদ সম্মেলন পবিপ্রবিতে গভীর রাতে র‌্যাগিং নির্যাতন, আহত ৫ শিক্ষার্থী

মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ

বাবুলাল মার্ডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করায় ১৫ দিন ধরে অবরুদ্ধ একটি পরিবার। এতে নিজ বাড়িতে প্রবেশ করতে না পেরে এক বৃদ্ধা এবং দুই শিশু সহ পাঁচজন মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে।গতকাল রবিবার মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের পূর্ব  গেনারপাড়া গ্রামে গিয়ে এ ঘটনা দেখা যায়। ১৫ দিন থেকে এই পরিবারের বাড়িতে প্রবেশের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ থাকায় পরিবারটি অবরুদ্ধ রয়েছে। ভুক্তভোগী বৃদ্ধা জানান , তার স্বামী মাজেদ মিয়া মারা যাওয়ার পূর্বে পূর্ব- গেনারপাড়া মৌজায় তার ভোগদখলকৃত সম্পত্তি থেকে ছেলে এরশাদ মিয়া এবং তাকে ৬.৫০ শতাংশ করে মোট ১৩ শতাংশ জমি সমবন্টন মূলে হেবা দলিল করে দেন। অভাব অনাটনের কারনে বৃদ্ধা তার প্রাপ্ত ৬.৫০ শতাংশ বসত ভিটা থেকে তার প্রতিবেশী শাহাদাৎ হোসেনের কাছে তিনি ১৯৯৭ সালে ৩ শতাংশ এবং ১৯৯৯ সালে ৩.৫০ শতাংশ জমি পৃথক দলিল মূলে সম্পাদন করেন এবং ছেলের প্রাপ্ত ৬.৫০ শতাংশ জায়গাতে বসবাস করে আসছিলেন। দলিল সম্পাদনের পর শাহাদৎ হোসেন তার ক্রয়কৃত জায়গায় গাছ রোপন করে ভোগদখল করে আসছিলেন। কিন্তু হঠাৎ শাহাদাৎ হোসেন, তার লোকজন নিয়ে আকস্মিক এরশাদের বাড়ির সামনে গিয়ে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন। রাস্তা বন্ধ করার সময় বাস ড্রাইভার এরশাদ জমি দখলে শাহাদাৎ ও তার লোকজনকে বাঁধা দিতে গেলে শাহাদাতের লোকজন এরশাদ এবং তার স্ত্রী মৌ সহ তার বৃদ্ধা মা মাজেদা বেওয়াকে বেধড়ক মারপিট করেন।
ভুক্তভোগী এরশাদ মিয়া জানান, আমার বাবা আমাদের জমির দিক উল্লেখ্য করে দেয়নি। অথচ শাহাদাৎ আমার মায়ের কাছ থেকে পুরা জমির দিক সামনে তুলে নকশা করেছে। আর আমি মুল মালিকের কাছ থেকে জমি নিয়েও নাকি যাতায়াতের রাস্তা পাবোনা। এসময় তিনি বাড়ির সামনে শাহাদাতের দেয়া বাঁশের বেড়া দেখিয়ে বলেন, আপনারাই দেখুন? এটা কি মানুষের বিবেক! আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে কিভাবে বাড়ি থেকে বের হবো। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, শাহাদাৎ এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। তার অনেক জায়গাজমি থাকার পরেও তিনি প্রভাব খাটিয়ে ভুক্তভোগী ওই পরিবারটিকে উচ্ছেদের চেষ্টা করছেন।১৫ দিন ধরে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। এরশাদের স্ত্রী মৌ বলেন, আমরা গরীব মানুষ। শাহাদাৎ এখানে বসবাস করেনা। অথচ অজ্ঞাত কারনে আমাদের বিতাড়িত করার চেষ্টায় লিপ্ত। আমাকে আর আমার স্বামীকে যেভাবে মারধর করা হয়েছে তবু পুলিশ মামলা নেয়নি। এসময় আহাজারি করে তিনি বলেন,
আমাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই কেঁড়ে নিলে মৃত্যু ছাড়া আমাদের আর পথ খোলা থাকবেনা। অভিযুক্ত শাহাদাৎ জানান, আমি আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেছি। নকশা অনুযায়ী জমির সামনের অংশ আমার। তার দাবি,এরশাদ ও তার মা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এজন্য তিনি তাদের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এমনকি তাঁদের তাড়াতে যা করা লাগবে তিনি তাই করবেন বলে জানান। এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আমি থানায় নতুন যোগদান করেছি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com