1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাড়ছে গোমতী নদীর পানি, কুমিল্লায় বন্যার শঙ্কা রংপুরের পীরগাছায় পদায়ন হলেন সাতক্ষীরার সেই বিতর্কিত ইউএনও বকশীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ উন্নয়নে বহুমুখী উদ্যোগ ইউএনও মাসুদ রানার তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশে Asian Business iconic Awards-2025 অর্জন করেছেন কুড়িগ্রামের যুবক মোহাম্মদ আরিফ বিন খন্দকার। শিবগঞ্জে ১০ হাজার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস বদলগাছী থানাধীন বেগুন জোয়ার এলাকা থেকে বিপুল পরিমান গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ কাঠের ঘানি দিয়ে তেল মাড়াই যে গরুর বিকল্প ব্যাটারি চালিত মোটরসাইকেল বিষাক্ত চিংড়ি ৮০ কেজি ও নৌকা আটক, জড়িতরা পলাতক চিরিরবন্দরে নার্সারিতে অভিযান পরিবেশবিরোধী ইউক্যালিপ্টাস-আকাশমনি চারা ধ্বংস

মিঠাপুকুরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

বাবুলাল মার্ডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে ব্যবসায়ীর বিরুদ্ধে হিন্দুদের জমি দখল এবং বসতবাড়ি উচ্ছেদসহ নিজেদের সংখ্যালঘু দাবি করে মিথ্যা অপবাদ এবং অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী ডাবরা রোডস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী আক্তারুজ্জামান সোহাগ বলেন, আমার বাবা আমজাদ হোসেন, ১৯৯৮ সালে কল্পনা রানীর কাছ থেকে বিনিময় দলিল মূলে সাড়ে তেরো শতাংশ জমি প্রাপ্ত হয়ে ভোগদখল করেন। ভোগদখল কালে সাড়ে চার শতাংশ জমি তিনি মোজাম্মেল হোসেনের কাছে বিক্রি করেন। জমি ভোগদখল কালীন আমার বাবার নামে আর-এস রেকর্ড সম্পূর্ণ হয়। আমার বাবা মৃত্যুর পূর্বে ৮/৬/২০১৪ ইং তারিখে আমার নামে উক্ত সম্পত্তি হেবা দলিল করে দেন। আমি সেখানে পাকা বাউন্ডারি দিয়ে স্থাপনা নির্মাণ করে বসবাস করিয়া আসতেছি। কিন্তু আদালতে প্রফুল্ল কুমার সাহা একটি অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। যেখানে আদালত আমাকে কাজ বন্ধ করার কোনো নির্দেশনা দেয়নি। আদালত ২০ কার্যদিবসের মধ্যে আমাকে জবাব দিতে বলেছে। আমি আদালতে জবাব দেওয়ার পূর্বে প্রফুল্ল কুমার সাহা গুজব আর অপবাদ রটাচ্ছে। এ সময় আক্তারুজ্জামান সোহাগ আরো বলেন, প্রফুল্ল কুমার সাহা একজন ভন্ড প্রতারক এবং পরধনলোভী মানুষ। সংখ্যালঘু আর সংখ্যাগুরু শব্দটি ব্যবহার করে সে দেশ এবং জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমার পৈতৃক সম্পত্তি আমি রক্ষা করতে গিয়ে আমাকে সে ভূমিদস্যু সাজিয়ে বিভিন্নভাবে হেনস্তা করার চেষ্টা করছে। প্রফুল্ল কুমার সাহার সমস্ত অভিযোগ ভিত্তিহীন। সে দেশের সার্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে বিশেষ সুবিধা আদায়ে লিপ্ত । এসময় তিনি আইনশৃংখলা বাহিনীকে সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জমির মালিক মোজাম্মেল হোসেন, সাইফুল ইসলাম সর্দার, সোয়াইব সর্দার, শ্রীমতি কল্পনা রানী সাহা। অভিযোগের বিষয়ে জানতে প্রফুল্ল কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সোহাগের বৈধ কাগজপত্র নাই। সে কথিত কল্পনা রানীর দলিল দেখিয়ে আমার জমি দখল করেছে। এ বিষয়ে মিঠাপুকুর থানার (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ তৎপর আছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com