মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:- রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি ফিলিং স্টেশন এর সামনে গতকাল বুধবার (১৪ মে) দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ২জন গুরুতর আহত হয়েছেন। তারা সকলেই পেশায় ইলেকট্রিক মিস্ত্রী বলে জানা গেছে। নিহত শিহাব মিয়া (১৮) উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের মজনু মিয়ার পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী মাছ বোঝাই একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে ১জন ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর ২জন গুরুত্বর আহত হন। দুর্ঘটনার পর পিকাপটি পালিয়ে যেতে সক্ষম হয়। আহত ২জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন: ১। মনিরুজ্জামান (২৫), তার পিতার নাম আব্দুল কাদের, ২। আঃ আজিত (২৮), তার পিতার নাম তাৎক্ষনিক জানা যায়নি। তারা সকলেই মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের পাগলার হাট জালাদিপুর গ্রামের বাসিন্দা। বড়দরগা হাইওয়ে পুলিশ ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ঘটনার পরেই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাস্তা সচল করে দেই। এ ঘটনায় মামলার কাজ চলমান রয়েছে।