এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিঠাপুকুর উপজেলা এরিয়া অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার ক্ষুদ্র নৃ গোষ্ঠী ওরাঁও (কুড়ুঁক্ষ, সাদ্রী), সাঁওতাল, মাহাতো, মুন্ডা (পাহান), মাহালী জাতিগোষ্ঠীর পাশাপাশি অন্য জাতিগোষ্ঠীদের নিয়ে বলদীপুকুর কমিউনিটি ক্লিনিক এ হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়।উক্ত হেল্থ ক্যাম্প এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থার এরিয়া ম্যানেজার মি. রনজিত কেরকেটার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রন)ডা: এম.এ হালিম লাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা: মিজানুর, মেডিকেল অফিসার ডা: সৌরভ কুমার রায়, বলদীপুকুর কমিউনিটি ক্লিনিকের সিএফসি মিসেস শিল্পী সুমনা মিনজী,এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থার এরিয়া সুপারভাইজার মি.পলাশ এক্কা প্রমুখ। ক্যাম্পে নারীর পাশাপাশি ৫ম শ্রেনী থেকে নবম শ্রেনী পর্যন্ত শিশুদের জরায়ু ক্যান্সারের টিকা সর্ম্পকে সচেতনতা সভা করা হয়। এর পর ১৪৬ জন রোগীকে সেবা, পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়।