কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুরের মিঠাপুকুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ফার্মাসিস্ট সাব্বির আহমেদ, ফার্মাসিস্ট রহিমা আক্তার, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলোজি) আসিফ সরকার, ল্যাব টেকনোলজিস্ট শরিফুল ইসলাম, সজিব মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও এখনো ১০ম গ্রেড বাস্তবায়ন হয়নি। তবে দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী জানান।