1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসকন নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল নিজের টাকায় রাস্তা মেরামত করলেন গুনিপুরের কালাই মিয়া বাসাইলে ইস্কন নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ পিরোজপুরে ইসকনকে নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলামের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তাহেরপুরে ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় কিশোর গ্রেফতার, তদন্ত কেন্দ্র ঘেরাও রাজশাহী মহানগরে গণধিকার পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত সার্টিফিকেট তুলতে এসে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ বিনির্মাণ করতে পারলে সমাজ ও রাষ্ট্র থেকেও বৈষম্য দূর হবে রূপগঞ্জটা গাজীর বাপের নাকি: দিপু ভুঁইয়া ফতুল্লা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী নাঈম এখন সরকারি কবি নজরুল কলেজের ছাত্রদল কর্মী

মিঠাপুকুরে ১৩ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ১৩ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪। এ সময় অপহরনকারী রাকিব মিয়া (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক রাকিব উপজেলার বালারহাট ইউনিয়নের পশ্চিম গাড়ালচৌকি গোপিনপুর গ্রামের শিপন মিয়ার ছেলে।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-৪ এর একটি অভিযাত্রিক দল ঢাকার আশুলিয়া পাবনারটেক এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারী রাকিব মিয়াকে হাতেনাতে আটক করে মিঠাপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর
করে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিঠাপুকুর থানা পুলিশ অপহরনকারী রাকিব মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে এবং উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষায় প্রেরন করেছে। এব্যাপারে অপহৃত স্কুলছাত্রীর বাবা মিঠাপুকুর থানায় একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ছমিনা খাতুন বালিকা উ”চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বখাটে যুবক রাকিব মিয়া। প্রস্তাবে রাজি না হয়ে অভিভাবককে জানানোর আক্রোশে গত ২৮ জানুয়ারী বিদ্যালয়ে যাওয়ার পথে বালারহাট মসজিদ মার্কেটের সামনের রাস্তা থেকে ওই ছাত্রীকে রাকিব মিয়া তার সহযোগীর মোটর সাইকেলযোগে অপহরণ করে। পরে ঢাকার আশুলিয়া পাবনারটেক এলাকায় এক আত্মীয়র ভাড়া বাসায় আটক করে রাখে। এদিকে ওই ছাত্রীকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন ২৯ জানুয়ারী মিঠাপুকুর থানায় একটি নিখোঁজ জিডি এবং পরবর্তীতে ৮ফেব্রুয়ারী মামলা করেন ওই ছাত্রীর বাবা। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে ১৩দিন পর মিঠাপুকুর থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২ ঘন্টার মধ্যে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে শুক্রবার রাতে মিঠাপুকুর থানায় হস্তান্তর করে সাভার নবীনগর এলাকার র‌্যাব-৪।মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন,অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং উদ্ধারকৃত ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এঘটনায় আরো কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যব¯’া নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com