মিডফোর্ডে হত্যাকাণ্ড ধর্ষন হত্যা চাঁদাবাজ প্রতিবাদী বিক্ষোভ মিছিল নীলফামারী জেলা জলঢাকা তোরও জনতার ডাকে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকেই মিছিল বের হয়ে জলঢাকা জিরো পয়েন্ট অবস্থান করেন। শরিফুজ্জামান শরীফ, নাহিদ ইসলাম, আহসান হাবীব, বকুল,ইয়ামিন ও সব শ্রেণীর জনগণ ওসব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে অংশগ্রহণ করে অংশগ্রহণ করে। সংক্ষিপ্ত বক্তব্য বলেন দেশে একটার পর একটা ঘটনা ঘটতেছে কিন্তু দেশের আইন শাস্তি প্রদানের ব্যর্থ।দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চাই। কোন চাঁদাবাজ ধর্ষণ গুম খুন মেনে নিবে না । সে যে দলের হোক না কেন এখন প্রতিহতে করা শিখে গেছি বাংলাদেশের জনগণ। আরো বলেন সন্ত্রাসী দ্রুত বিচার আওতায় আনতে হবে সন্ত্রাসী দ্রুত বিচার আওতায় আনতে হবে। ব্যর্থ হলেই ছাত্র জনতা আরো কঠোর হুঁশিয়ারি নামবে বলে জানায়