কুষ্টিয়ার মিরপুরে ৩টি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযানে ৬লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার হাউসপুরে অবস্থিত আরএইচআরবি, এমএএসবি এবং এমএএস নামীয় ০৩টি ইট ভাটায় এসব অভিযান পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরপুর উপজেলার সহকারী কমিশনার)(ভূমি) হারুন অর রশিদ, সহকারী কমিশনার এবং মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া ও পুলিশ বাহিনী।সহকারী কমিশনার)(ভূমি) হারুন অর রশিদ জানান-আইন লঙ্ঘন করে ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানী কাঠ ব্যবহার করায় মিরপুর উপজেলার আরএইচআরবি, এমএএসবি এবং এমএএস নামীয় ০৩টি ইট ভাটার প্রত্যেক মালিককে ২ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।বিধি লঙ্ঘনকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।