টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরি করতে এসে গণপিটুনির শিকার হয়ে এক গরুচোর নিহতের ঘটনা ঘটেছে।জানা যায়,বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল পশ্চিম পাড়ায় নিহতের এ ঘটনা ঘটে।সম্প্রতি মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় গরুচুরি হয়।এমতাবস্থায় গরুর মালিকগন সচেতন হয়ে বিভিন্ন এলাকায় রাতে পাহারায় থাকেন।এরই মধ্যে বাইমাইল পশ্চিম পাড়া দেওয়ান সাহামু্দ্দিনের বাড়িতে গরুচুরি করতে যান চোর চক্রের সদস্যরা।হাতে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় দূ’জন পাহারায় থাকেন এবং অন্যজন গোয়াল ঘরের টিন খুলতে থাকেন।এসময় সাহামুদ্দিন টের পেয়ে তার নাতিকে ডেকে তোলেন এবং ডাক-চিৎকার করতে থাকেন।পরে আশেপাশের বাড়ির লোকজন ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দেন এবং অন্য চোরেরা পালিয়ে যান।শুক্রবার সকাল ৭টার দিকে গণপিটুনির শিকার ওই চোরির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে স্হানীয়রা জানিয়েছে।
গণপিটুনিতে নিহত ওই ব্যক্তির নাম মনির মোল্লা ওরফে আবুল মোল্লা ওরফে আকু(৪০)।তার বাড়ি পাবনা জেলার সুজানগর থানার রায়পুর মাছপাড়া গ্রামে।সে ওই গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।সূত্র জানায় গণপিটুনিতে নিহত ব্যক্তির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২থেকে১৪টি মামলা রয়েছে বলে সিডিএমএস সূত্রে পুলিশ নিশ্চিত হয়েছে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.মোশারফ হোসেন বলেন,ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়ণাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।