দীর্ঘ ৪১ বছর ০৬ মাস চাকুরি জীবন শেষে অবসরে গেলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পুলিশ কনস্টেবল মোঃ আব্দুর রাজ্জাক।
তাহার এই বিদায় অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী আয়োজন করেছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রেজাউল করিম। রঙিন ফুলেল সাজে সজ্জিত থানার গাড়িতে করে বিদায় দেওয়া হয়েছে পুলিশ কনস্টেবল মোঃ আব্দুর রাজ্জাককে।
টাঙ্গাইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সরকার মোহাম্মদ কায়সার, বিপিএম, মহোদয়ের নির্দেশনায় জনাব এস এম মনসুর মূসা, সহকারী পুলিশ সুপার, মির্জাপুর সার্কেল, টাঙ্গাইল সাহেবের তত্বাবধানে মির্জাপুর থানার সকল অফিসার ও ফোর্সদের উপস্থিতিতে বিদায়ীর হাতে ফুল ও উপহার সামগ্রী তুলে দেন জনাব মোঃ রেজাউল করিম, অফিসার ইনচার্জ, মির্জাপুর থানা, জনাব মোঃ গিয়াস উদ্দিন পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত), মির্জাপুর থানা সহ সকল অফিসার ও ফোর্সগন।
এ সময় আবেগে আপ্লূত হয়ে কনস্টেবল মোঃ আব্দুর রাজ্জাক বলেন, জীবনে কখনো কল্পনাও করিনি এমন সম্মান নিয়ে অবসরে যাবো। ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান দেখে আমি আবেগপ্লুত ও খুশি হয়েছি। ওসি স্যার, তদন্ত স্যার ও সার্কেল স্যারসহ সকল অফিসার ও সহকর্মীকে অসংখ্য ধন্যবাদ জানাই। সে আরো বলে একজন যুবক তার যৌবন বয়সে পুলিশ বাহিনীতে আসিয়া দেশের ও মানবতার সেবায় তার সমগ্র জীবন যৌবনকাল ব্যয় করেন। অবসরে যাওয়ার সময় আনন্দ ও সুখ-দুঃখের এক মুঠো স্মৃতি নিয়ে বিদায় নেয়।