1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জের গজারিয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে গজারিয়া উপজেলা পরিষদের সামনে গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৭০০ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষাগত অগ্রগতির গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। শিক্ষার সুযোগ সকল শিশুর মৌলিক অধিকার—সেখানে কোনো বৈষম্য অগ্রহণযোগ্য। বক্তারা আশা প্রকাশ করেন, বৈষম্যবিরোধী সরকারের সময়ে কোমলমতি শিক্ষার্থীরা নতুন করে বৈষম্যের শিকার হবে না।মানববন্ধনে বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ফজলুল হক নয়ন, উপদেষ্টা মন্ডলীর মো. মোয়াজ্জেম হোসেন, মো. শাহপজাহান সরকার, মো. দুলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন রাসেল ও আবু জাফর ভুট্টু, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল জলিল মিয়া, শিক্ষা সম্পাদক তপন মল্লিক এবং সদস্য মাসুম রানা।বক্তারা অবিলম্বে সকল শিক্ষার্থীর জন্য সমানভাবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবি জানান।মানববন্ধন শেষে গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের কাছে স্মারকলিপি পেশ করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভের ছাপ স্পষ্ট দেখা যায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com