মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান প্রধানের দায়িত্ব পালনের বিরুদ্ধে ছাত্র-জনতা ও বিরোধী পক্ষের প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১টায় মধ্য বাউশিয়া বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মিজানুর রহমান অতীতে নানা অনিয়ম ও সহিংস ঘটনার সাথে যুক্ত ছিলেন এবং আদালতে তার বিরুদ্ধে একাধিক রিট বিচারাধীন রয়েছে। তারা দাবি জানান, প্রশাসন তাকে দায়িত্ব পালনে অনুমতি দিয়ে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করেছে।মানববন্ধনে বক্তব্য রাখেন গজারিয়া শ্রমিক দলের নেতা আব্দুল মান্নান মিয়াজী, ছাত্রদলের নাছির হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জহিরুল ইসলাম।প্রসঙ্গত, উচ্চ আদালতের এক আদেশে প্যানেল চেয়ারম্যান মো. এবাদুল হককে দায়িত্ব প্রদান করা হলেও পরবর্তীতে আদালতের রায়ে মিজানুর রহমান আবারও দায়িত্ব পালনের সুযোগ পান। তবে তার মেয়াদ ১৫ জুলাই শেষ হয়ে গেছে বলে জানান ইউনিয়ন সচিব সুমন মিয়া।এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়ায় বিষয়টির সমাধান হবে।