মুন্সীগঞ্জের গজারিয়া ট্রেইলার এর ধাক্কায় দেয়াল ধসে শিশু শিক্ষার্থী সারাফাত(৭)নিহতের ঘটনায় ক্ষতিপূরণ ও জামালদী হোসেন্দী সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। শনিবার(৯আগষ্ট)সকাল ১১ঘটিকায় হোসেন্দী ইউনিয়ন এর সর্বস্তরের ব্যানারে উপজেলার জামালদী বাসষ্টান্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।পরে শুকরিয়া মার্কেটের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করে।জানা যায়,গত বৃহস্পতি বার স্কুল থেকে ফিরার পথে ট্রেইলার এর ধাক্কায় দেয়াল ধসে স্থানীয় হাজী সিরাজুল হক স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মো:সারাফাত(৭)নিহত ও জামিয়া(৬) নামে আরেক শিশু শিক্ষার্থী আহত হন এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও দীর্ঘদিন যাবৎ রাস্তা সংস্কার না হওয়ায় হতাশ ছিলেন।বিশেষ করে এই পথে দুই গার্ডার সেতু নির্মাণে ধীরগতি ও সড়কে খানাখন্দের কারণে এই পথে চলাচল রত সাধারণ মানুষ ছিলেন চরম দূর্ভোগে। প্রতিবাদ সমাবেশে ৫দফা দাবি জানান এলাকাবাসী,দাবির মধ্যে ছিল নিহত সারাফাতের ঘাতকের বিচার ও ক্ষতিপূরণ,ভারী যানবাহনের বেপরোয়া চলাচল বন্ধ ও নির্দিষ্ট সময়ের বাইরে চলাচল নিয়ন্ত্রণ,ড্রেনেজসহ সড়ক সংস্কার ও মেরামত,সড়কে পুলিশি টহল বৃদ্ধি,সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা।সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আসলামুজ্জোহা চৌধুরী তপন,নাদিম মাহমুদ অপু,মাওলানা মাহাবুবুর রহমান কাসেমী,মমিন মৃধা,মাসুম আহমেদ,সাইফুল ইসলাম,সুজন, এমরান,কামাল হোসেন,নিজাম উদ্দিন প্রমুখ।