1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনা জেলার আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব অলী আহাদ স্যারের বিদায়ী সংবর্ধনা সামরিক বিরতির পর ফিরছে বিটিএস, আসছে প্রথম লাইভ অ্যালবাম যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে প্রাণ গেল ৩ জনের মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই- ইউএনও মাসুদ রানা এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রাম সফর উপলক্ষ্যে সংবাদ সম্মেলন গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ,আহত ও পঙ্গুত্ববরণ কারীদের স্মরণে দোয়া মাহফিল জবি শিক্ষকের নামে অপপ্রচার, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর ও জেলা কতৃক প্রতিষ্ঠাবার্ষিকী পালন কুড়িগ্রামে দেখা গেলো আশির দশকের চিএ শ্রীপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ দপ্তরি আসাদের বিরুদ্ধে-

মুরাদনগরে নির্যাতিত সেই নারীর বাড়ীতে বিএনপি নেতা কায়কোবাদ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের বিচার দাবী

মোঃ বিল্লাল হোসেন, বিশেষপ্রতিনিধি, কুমিল্লা
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে
কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু নারীর সাথে ঘটে যাওয়া ঘটনায় সমবেদনা প্রকাশ করতে নির্যাতিত নারীর বাড়ীতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
এসময় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।
পহেলা জুলাই সোমবার দুপুরে ভুক্তভোগীর বাড়ি মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচরে ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আলোচনায় তিনি বলেন- আমি যেমন এ মুরাদনগরের সন্তান আপনারও এ মাটিরই সন্তান। এখানে আমার যেমন অধিকার আপনাদেরও তেমন অধিকার।  ধর্মের ভিত্তিতে কাউকে হেনেস্তা করার সুযোগ নেই।
আপনারা আমার ভাই। হিন্দু মুসলিম ভেদাভেদ বুঝি না, আমি বুঝি আপনারা সবাই আমার ভাই। আমি আপনাদের আপনজন। আপনারা জানেন, এই ঘটনায় বিএনপির কোন সংযোগ নাই। মুরাদনগর থানার ওসি, আওয়ামীলীগের কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে এই ঘটনায় বিএনপির নাম জড়িয়ে দেয়। অথচ আসামি ছিল আওয়ামিলীগের কর্মী। আপনাদের সাথে বিএনপির বিরোধ সৃষ্টি করার জন্য আওয়ামিলীগ ও এনসিপি যে ষড়যন্ত্র করেছে তা সফল হয়নি, হবেও না ইনশাআল্লাহ।
৫ আগষ্ট ফ্যাসিষ্ট হাসিনা পতনের পর যে সকল আওয়ামী সন্ত্রাসীরা পালিয়েছিল আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর সে সকল আওয়ামী সন্ত্রাসীদের পূনর্বাসন করেছে। নিষিদ্ব দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন এনসিপির ব্যানারে সকল অপকর্ম করছে। আর তাদেরকে শেল্টার দিচ্ছে মুরাদনগরের ওসি ও কুমিল্লার এসপি
এই মামলাটি তদন্ত চলমান, তাই আমি বেশি কিছু বলব না। সুষ্ঠু বিচার করতে হবেই হবে। আমি এখানে এসেছিলাম সকলের সাথে দেখা করতে, কথা বলতে। কিন্ত পুলিশ ও আমাদের মাননীয় উপদেষ্টা ষড়যন্ত্র করে তাদেরকে এখান থেকে দূরে নিয়ে যায়। আমি জানতে চাই, তাদের উদ্দেশ্য কি। তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে কেন এতো মরিয়া হয়ে উঠেছে। যেদিন থেকে কুমিল্লা জেলা এসপি এখানে বদলি হয়ে এসেছে, সেদিন থেকেই পুলিশ দিয়ে বিএনপির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
আপনাদের সাথে বিএনপির বিরোধ সৃষ্টি করার জন্য আওয়ামিলীগ ও এনসিপি যে ষড়যন্ত্র করেছে তা সফল হয়নি, হবেও না ইনশাআল্লাহ।
এ মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীরা আমাকে সর্বোচ্চ ভোট দেয়। আমার বিরুদ্ধে যখন মামলা হল তখন আমার মামলা প্রত্যাহারের দাবিতে মুরাদনগরের হিন্দুরা মানববন্ধন করেছে।
আমাদের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সুসম্পর্ক নষ্ট করতেই আওয়ামী লীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচার করেছে একটি পক্ষ।
ওরা চায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে এ দেশকে ভারতের অঙ্গ রাজ্য বানাতে। ওদের ষড়যন্ত্র শুধু বিএনপির বিরুদ্ধে নয় আমাদের প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে।
ওদের সকল  ষড়যন্ত্র হেরে যাবে,জিতে যাবে আপনাদের ভালবাসা।  হিন্দু মুসলিম সম্প্রীতি ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে আছি। আপনারা নির্ভয়ে বসবাস করুন।
বিদায় বেলায় এই অঞ্চলের হিন্দুদের গত ২৬জুন ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে কাজী শাহ মোফাজ্জল কায়কোবাদ বলেন-  যারা এমন পাশবিক কাজে জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তবে কোন নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়।
নারীদের সম্মান করতে হবে। সকল অন্যায় অনাচার থেকে বেঁচে থাকবেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করে একটি নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com