বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ কলেজের এক শিক্ষার্থী জানান আজ ১৫/০৭/২০২৫ ইং চলমান এইচএসসি পরীক্ষার ভূগোলের প্রথম পত্রের পরীক্ষা ছিল।
বহু নির্বাচনী প্রশ্নের সময় ২৫ মিনিট থাকলেও পরীক্ষা শুরু হওয়ার ১০-১৫ মিনিট পরে ঐ শিক্ষার্থীকে প্রশ্ন দেওয়া হলো।
কারণ হিসেবে জানা গেছে তাকে যেই প্রশ্নটি দেওয়া হয় সেই প্রশ্নটি এক পাশে প্রিন্ট ছিল না।
শিক্ষার্থী জানান নতুন করে প্রশ্ন ছাপিয়ে আনলেও দায়িত্বরত শিক্ষক আমাকে কোন অতিরিক্ত সময় দেয়নি। এই অবস্থায় যদি পরীক্ষার ফলাফলে কোন গাফিলতি হয় সেই দায়ভার কি কলেজ কর্তৃপক্ষ নিবে ??
শিক্ষকরা যদি সচেতন হয় তাহলে হয়তো এমন ভুল বার বার হবে না তাই শিক্ষকদের উচিত সচেতন হওয়া । আপনাদের অসচেতনতার কারণে হয়তো ঝরে যেতে পারে একজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ।