মুসলেহ উদ্দিন মিজান চকরিয়া বদরখালীর কৃতি সন্তান মরহুম ডা. ছলিম উল্লাহর সুযোগ্য সন্তান । তিনি বর্তমানে রাউজান উপজেলা আদালতে কর্মরত আছেন।ইতিমধ্যে তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদোন্নতি লাভ করেছেন। উল্লেখ্য যে;গত ২২ ফেব্রুয়ারি, মরহুম ডা. ছলিম উল্লাহ সাহেবের আরেক কৃতি সন্তান শহিদুল্লাহ কায়সার –যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রাপ্ত হন। যা কক্সবাজার,চকরিয়া,বদরখালীবাসীর জন্য এক অনন্য গর্বের বিষয়। পরপর দুই ভাইয়ের এই সাফল্যে এলাকাবাসী,শুভাকাঙ্ক্ষী, বন্ধু মহলসহ সর্বস্থরের জনসাধারণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তাঁদের আগামীর পথচলা আরো সুন্দর ও সাফল্যময়ী হোক।