1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মোংলা বন্দরে কর্মচাঞ্চল্য বৃদ্ধির পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা ফুলবাড়ীতে আঞ্জুমানে ইত্তেহাদুল ওলামার কমিটি গঠন শ্রীমঙ্গলের হরিনছড়ায় সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে ৪ তরুণের মৃত্যু কিচক আইডিয়াল একাডেমি এসএসসি ফলাফলে উপজেলার সেরা প্রতিষ্ঠান অচল রাকসু নয়, দরকার সক্রিয় প্রতিনিধি পরিষদ’—নেতাদের কণ্ঠে প্রত্যাশা উলিপুরে সৌর বিদ্যুৎ নি‌য়ে বিপা‌কে দুর্গম চরাঞ্চলের বাসিন্দারা ডোমারে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রমের উদ্বোধন বরগুনায় শহীদ ৮ পরিবারকে জামায়াতের নগদ সহায়তা প্রদান লালমনিরহাট সদরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১কলেজ ছাত্রী নিহত,৪ কলেজ ছাত্রী আহত উজিরপুরে অস্ত্র ঠেকিয়ে সাংবাদিকের কাছ থেকে চেক ও টাকা ছিনতায়ের ঘটনায় আদালতে মামলা

মুষলধারে বৃষ্টিতে কবিরহাট উপজেলা প্লাবিত

একেএম ইকবাল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় গত দুই দিন ধরে টানা মুষলধারে বৃষ্টির ফলে উপজেলার সবচেয়ে নিচু এলাকা নরোত্তনপুর ইউনিয়নের অন্তত চারটি গ্রামসহ সাতটি ইউনিয়নের বহু অংশ পানির নিচে তলিয়ে গেছে। ফলে এলাকায় সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা ও মানবিক বিপর্যয়।
সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ধানসিঁড়ি, দানশালিক, চাপরাসিরহাট, নরোত্তনপুরসহ আশপাশের জনপদগুলো। ঘরবাড়ি, দোকানপাট, মসজিদ-মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান ডুবে গেছে। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
নরোত্তনপুর ইউনিয়নের চারটি গ্রাম—উত্তর নরোত্তমপুর, পশ্চিম দরাপনগর, মনি নগর ও ফলহারি—সম্পূর্ণভাবে পানির নিচে চলে গেছে। এসব এলাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম এখন নৌকা।
উপজেলার বেশিরভাগ দোকানপাটে পানি উঠে যাওয়ায় বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে গেছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন চরম ক্ষতির মুখে। বাজারের রাস্তা, কাঠামো ও ড্রেনগুলোও পানির নিচে।
কবিরহাট পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের বাড়িঘর, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবই পানির নিচে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আমরা প্রাণ চাইনা আমরা পানিবন্দী থেকে মুক্তি চাই।
এ অবস্থার জন্য খাল দখলকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। নরোত্তনপুরের বাসিন্দা শামীম বলেন, “উপজেলায় যে কয়টি খাল রয়েছে, তার প্রায় সবগুলোই দখল হয়ে গেছে। খালের ওপর বাড়ি-ঘর, দোকানপাট উঠেছে। পানি নামার কোনো পথ নেই বলেই পুরো এলাকা এখন ডুবে আছে।”
পানি নামতে না পারায় বৃষ্টির পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ছে রাস্তাঘাট ও বাড়িঘরে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন চরম সংকটে, তখন কবিরা হাট পৌর বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মঞ্জুর নেতৃত্বে স্থানীয়রা খাল সংস্কার ও বাঁধ মেরামতের কাজে হাত দিয়েছেন। তিনি বলেন, মানুষের কষ্ট দেখে চুপ করে বসে থাকতে পারিনি। প্রশাসন আসার আগেই আমরা চেষ্টা করছি রাস্তার পাশের বাঁধগুলো মেরামত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে। এবং তিনি কবিরহাট উপজেলা ও পৌরসভায় সকল আশ্রয়কেন্দ্র হিসাবে স্কুল, কলেজ ও মাদরাসা বন্যার্তদের জন্য খুলে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। অনেক বাড়িঘর পুরোপুরি ডুবে গেলেও জরুরি ত্রাণ বা খাবার সহায়তা দেওয়া হয়নি। পানিবন্দি পরিবারগুলো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের চরম সংকটে ভুগছে।
বন্যার কারণে কবিরহাট সরকারি বিদ্যালয়, চরআলগী উচ্চ তাজুল ইসলাম মডেল একাডেমি সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে, ফেনীর মহুরী নদীর পানি বাড়তে থাকায় নতুন করে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন স্থানীয়রা। নদীর পানি বৃদ্ধি পেলে কবিরহাটসহ জেলার নিম্নাঞ্চলগুলোতে আরও বিস্তৃত বন্যা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, দ্রুত খাল দখল উচ্ছেদ, পাম্প বসিয়ে পানি নিষ্কাশন, বাঁধ সংস্কার এবং জরুরি ত্রাণ বিতরণ ছাড়া এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, “মৌসুমী বায়ুর প্রভাবে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। এই অবস্থায় নদীবন্দরে ১ নম্বর এবং সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।”
উল্লেখ্য, কবিরহাট উপজেলা নোয়াখালীর একটি গুরুত্বপূর্ণ জনবহুল ও কৃষিনির্ভর এলাকা। এখানকার হাটবাজার, চরাঞ্চল ও নদীঘেঁষা ইউনিয়নগুলোতে প্রতিদিন হাজারো মানুষ জীবিকা নির্বাহ করেন। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এই বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com