সিলেট বালাগঞ্জ উপজেলার কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ আলম মিয়া গত ০৩/০৭/২০২৫ ইং তারিখে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন।পরে তাহাকে সিলেট এ এম এ জি ওসমানী মেডিক্যালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত ডাক্তার জানায় তিনি হার্ট অ্যাটাক করেছেন।পরে প্রাথমিক সেবা প্রধান করে ডাক্তার বুঝতে পারেন অবস্থা গুরুতর তাই তাহাকে তারা ঐ দিন ঢাকা মেডিকেল হসপিটালে রেফার করেন।সেখানে তাহাকে দ্রুত সুস্থ করে তুলার জন্য আইসিইউ তে ভর্তি করে সেবা প্রধান করা হচ্ছিলো কিন্তু আজ সকাল বেলা হঠাৎ করে অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করার ফলে প্রধান শিক্ষক জনাব শাহ আলম মিয়া কে লাইফ সাপোর্টে নেয়া হয়।ডাক্তার বলেন তাহার অবস্থা খুব খারাপ তাই তাহাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করালে তাহার জীবন ফিরে পেতে পারেন।কিন্তু প্রধান শিক্ষক জনাব শাহ আলম মিয়ার আর্থিক অবস্থা তেমন ভালো না।অনেক বছর ধরে শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন কালিগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ে।সেখানে তিনি খুবই সামান্য বেতনে চাকরি করে আসতেছেন।তাহার দুই ছেলে এখনও স্টুডেন্ট বয়স মাত্র ১৬ বছর এবং ১৪ বছর।তাদের বাবার সামান্য বেতনে চাকরির আয় থেকে চলে তাদের সংসার।স্কুল এর সকল শিক্ষার্থীরা ততাদের স্যার এর জীবন বাঁচানোর চেষ্টার জন্য কিছু টাকা কালেকশন করে তাদের স্যার এর জন্য।তাদের সবার মুখে একটাই কথা আমাদের স্যারকে আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক এটাই সকল ছাত্র-ছাত্রীদের দাবি।তাঁরা আরও বলেন তাদের স্যারকে বাংলাদেশ সরকার যেন সঠিক চিকিৎসার মাধ্যমে সেবা প্রধান করে সুস্থ করে তাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয় এটাই তাদের দাবি।তাঁরা আরও বলেন এই স্কুলের প্রতিষ্ঠাকাল থেকে স্যার আমাদের সাথে আছেন এবং থাকবেন সারাজীবন ইনশাআল্লাহ।