জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা বলেছেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। আর খেলাধুলার মাধ্যমেই মেধার বিকাশ ঘটানো সম্ভব। শিক্ষার্থীদের মেধাবী হিসাবে গরতে পারলেই শিক্ষার মানোন্নয়ন করা সম্ভব।তিনি বলেন- শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে খেলাধুলার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করবে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে এবং তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি হবে।
সোমবার (১জুলাই) সকালে তিনি উপজেলার
খয়ের উদ্দিন মাদ্রাসায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে লেখাপড়ায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেট, ক্যারাম বোর্ড বিতরণকালে শিক্ষক-অভিভাবকদের উদ্দেশ্য এসব কথা বলেন।
এসময় তিনি বলেন-খয়ের উদ্দিন মাদ্রাসায় লেখাপড়ার মান অত্যন্ত সন্তোষজক জেনে আমি অত্যন্ত আনন্দিত। এজন্যে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই। তিনি আরো বলেন, এ মাদ্রাসার অবকাঠামোসহ সকল প্রকার উন্নয়ন কাজ অচিরেই করা হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য দোয়া করবেন। তিনি এ দেশকে স্বাস্থ্য, শিক্ষা,অন্ন,বস্ত্র,বাসস্থানসহ সকল ক্ষেত্রে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন।
ইউএনও মাসুদ রানা আরো বলেন, উন্নত জাতি গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নের বর্তমান সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ইভটিজারদের হুশিয়ার করে দিয়ে বলেন, সরকার ইভটিজারদের বিরুদ্ধে ১৪ বছরের কারাদণ্ডের বিধান রেখেছে। রাস্তাঘাটে কোনো শিক্ষার্থীকে হয়রানি করা যাবে না। এদিন মাদ্রাসায় ইউএনও’র আগমনে শুরুতেই মাদ্রাসার পক্ষ থেকে তাকে লালগালিচার শুভেচ্ছা জানিয়ে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেট, ক্যারাম বোর্ডসহ বিভিন্ন খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।
খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, এবং দায়িত্ববোধ খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা বাড়ায় এবং তাদের মধ্যে সহযোগিতা ও নেতৃত্ব দেওয়ার গুণাবলী তৈরি করে এতে শিক্ষার মানোন্নয়নে সহায়তা করে। বকশিগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগের প্রশংসা করছেন অভিভাবকরা।