মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের ৩ জনের নির্যাতন ও হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর- লুটপাট চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও পালিত দুটি গরু ডাকাতি করে নিয়ে যায়। ২৬ তারিখ শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় মেহেন্দিগঞ্জ উপজেলা ইউএনও ( UNO ) উপস্থিতিতে দিকে এই ঘটনা ঘটে।।
আহতরা হলেন – হামিদুল হাওলাদারের স্ত্রী ফাতেমা বেগম, হামিদুলের মা অজিফা বেগম এবং মেয়ে মহিমা আক্তার। আহতদের মধ্যে ফাতেমা ও অজিফা কে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে ফাতেমার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহতরা ফাতেমা জানান, দীর্ঘদিন দরে হামিদুল ও তার পরিবার কে রফিক বিশ্বাস, নুরনবী, নুরুল হক, আব্দুর রব মোল্লা, বাবুল মোল্লা, ফিরোজ মোল্লা, ইব্রাহিম খাঁ, জসিম খাঁ, আরিফ মোল্লা, আলাউদ্দিন সহ তারা আওয়ামী লীগের সন্ত্রাসী ভাড়া করে তাদের উপর আমলা করে। তারা স্বর্ণের, নগদ টাকা, দুই টি গরু, ঘরবাড়ি ভেঙে লুটপাট করে। আহতরা ফাতেমা আরো বলেন তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমলাকারীরা হুমকি প্রদান করেন। মেহেন্দিগঞ্জ থানায় দুইবার হামিদুল ও আব্দুর রাজ্জাক বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।।