গাংনী উপজেলা করমদী মাঠপাড়া গ্রামের যুবক আতিয়ার রহমান (পিতা: মো. রহিদুল ইসলাম) এক নিঃসঙ্গ এবং নিষ্ঠুর ঘটনার শিকার হয়েছেন। গতকাল দুপুরে তিনি তার পরিবারের উপার্জক হিসেবে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে যান। এরপর তিনি রাত ১টা পর্যন্ত বাড়িতে ফিরে আসেননি, যা নিয়ে তার পরিবার বেশ চিন্তিত হয়ে খোঁজাখুঁজি শুরু করে। অনেক রাত পরও তার সন্ধান পাওয়া যায়নি।
আজ সকালে তার মৃতদেহ গাংনী উপজেলার ছাতিয়ান-বাদিয়াপাড়া মাঠের কলা বাগানে পাওয়া যায়। ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমন ভয়াবহ ঘটনা সামনে আসার পর মানুষের মধ্যে দুঃখ, ক্ষোভ এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডে পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ, এবং তাদের মুখে একটাই প্রশ্ন—”জীবনের নিরাপত্তা কোথায়?” এছাড়া, এলাকাবাসী ও পরিবারের লোকজন উদ্বেগ প্রকাশ করে বলছেন, “এভাবে কি নিরীহ মানুষদের জীবন নেওয়া হবে? আর কতদিন এসব অমানবিক হত্যাকাণ্ড ঘটবে?” এই ঘটনার মাধ্যমে আবারও নিরাপত্তাহীনতা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। সমাজে সন্ত্রাস, অপরাধ ও ভয়াবহতা বন্ধ না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বেড়ে যেতে পারে বলে এলাকাবাসী মনে করছেন।