মেহেরপুরে গাংনীতে মালিক বিহীন অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল।
মেহেরপুরের গাংনীতে সেনাবাহিনীর সফল অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ জুলাই ও০২৫) রাত ৩ টার সময় এ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ধানখোলা ইউনিয়নের জুগিন্দা-পোড়াপাড়া সড়কে পাশে তল্লাশি চালিয়ে মালিক বিহীন ০১টি ওয়ান শুটার গান উদ্ধার করেছে গাংনী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা।
উদ্ধারকৃত পিস্তলটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানা পুলিশ সূত্রে অস্ত্র হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।