মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ সোমবার (১৯,মে) বিকেলে গোপন সাংবাদিক ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মেহেরপুরের উপজেলার চোখতোলা নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চোখতোলা থেকে ধর্মচাকী অভিমুখে শশ্মান ঘাটের সামনে পাকা রাস্তার উপর থেকে দবির আলী(৪৩) নামের এক আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃত ব্যক্তির থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
ধৃত মাদক কারবারি দবির আলী গাংনী উপজেলার খাসমহল গ্রামের পশ্চিম পাড়ার নুর ইসলামের ছেলে।
আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দ্বায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে।