1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ছারছীনা ও ফুলতলী দরবারের পারষ্পরিক মতবিনিময় ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ চোলাই মদসহ শিখা রাণী ১ নারী আটক জিয়ানগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে বরিশালের এক যুবক নিহত ভোলায় আধুনিক মানের উন্নয়নে দাবিতে চট্টগ্রামে ভোলা জেলা ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন গাজীপুরের শ্রীপুরে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ভাগিনা আলী হায়দার রতনকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ ১৪ বছর পর শাজাহান চেয়ারম্যান হত্যা মামলার নতুন মোড় মুন্সীগঞ্জে নদীতে পড়ে যাওয়া শ্রমিকের মরা দেহ ৩ দিন পর উদ্ধার ফরিদপুরে এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাগেরহাটের রামপালে ৪ আগস্টে ছাত্র-জনতার উপর হামলা ও নারীদের গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

মোংলায় নাগরিক কমিটির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নৌ কন্টিনজেন্টে।

Mehedi Hasan Shuvo
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে
মোংলায় আমেরিকা প্রবাসীর কাছ ১ লাখ টাকা চাঁদা দাবীর ঘটনায় নৌবাহিনীর কন্টিনজেন্টে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, চাঁদার দাবীতে মোংলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালেরমেঠ এলাকার বাসিন্দা ও আমেরিকা প্রবাসী মোঃ বায়েজিদ শেখকে নানাভাবে হয়রানী করে আসছে মোংলা নাগরিক কমিটির প্রতিনিধি সোনাইলতলা ইউনিয়নের মোঃ জুবায়ের হোসেন ও আবু হাসান। তাদের দাবীর প্রেক্ষিতে প্রবাসী বায়েজিদ জুবায়ের ও আবু হাসানকে ১০হাজার টাকাও দেন। তারপরও তারা বাকী ৯০হাজার টাকা দাবী করেন। দাবীকৃত চাঁদা না দিলে তাকে মারধর করে অস্ত্র দিয়ে পুলিশে ধরিয়ে দিবেন বলেও হুমকি-ধমকি এবং ভয়ভীতি দেখিয়ে আসছিলেন জুবায়ের ও হাসান। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দদের জানিয়েও কোন প্রতিকার না পেয়ে সোমবার মোংলার নৌবাহিনীর কন্টিনজেন্টে নাগরিক কমিটির নেতা জুবায়ের ও হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসী বায়েজিদ। তিনি অভিযোগ করে বলেন, পুলিশও নাগরিক কমিটির সাথে মিলে তাকে হয়রানী করে আসছেন। চাঁদা দাবীর ঘটনা পুলিশকে জানালেও পুলিশ কোন প্রতিকারমূলক ব্যবস্থা নেয়নি। এদিকে বিস্তর অভিযোগ রয়েছে এ নাগরিক কমিটির জুবায়ের ও হাসানের বিরুদ্ধে। তারা সম্প্রতি উপজেলার বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাসের কাছেও ১০লাখ টাকা চাঁদা দাবী করেন বলেও অভিযোগ উঠেছে। এছাড়া বাড়ীঘর ভাংচুর ঠেকানোর কথা বলে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের ছেলে সবুজ হাওলাদারের কাছেও ১০লাখ টাকা দাবী করেছেন এ নাগরিক কমিটির নেতারা। মোবাইল ফোনের সেই কল রেকর্ড ভাইরাল হয়েছে। নাগরিক কমিটির এ নেতাদের এমন কর্মকান্ডের ফোন রেকর্ড ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ নিয়ে স্থানীয় জনমনেও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাগরিক কমিটি নেতা জুবায়ের ও হাসান বলেন, আমাদের সংগঠন ও আমাদেরকে হেয়পতিপন্ন করার জন্য একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নৌ কন্টিনজেন্টে আমাদের নামে মিথ্যা চাঁদাবাজীর অভিযোগ করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ অভিযোগের সত্যতার প্রমাণ দেখাতে পারলে আমাদের সংগঠন যে ব্যবস্থা নিবে তা মেনে নিতে বাধ্য থাকবো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com