মোংলায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
রোববার (৬)জুলাই সকাল ১১:২০টায় মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হাসান গাজী’র সঞ্চালনায় প্রেস ক্লাব অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন,বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আমরা দৃঢ়ভাবে বলতে চাই- গণমাধ্যম স্বাধীন। আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জাতির সামনে তুলে ধরবেন।
তিনি আরো বলেন, গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে শুধু রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষই রাজপথে ছিলেন না, সাংবাদিকরাও এই লড়াইয়ে ছিলেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা সমাজের আয়না। আপনারা নির্ভিক ভাবে কাজ করুন। যদি কেউ আপনাদের দলীয় প্রভাব দেখিয়ে ভয়ভিতি ও হামলা মামলার ভয় দেখায় তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি আগামী দিনে মোংলাকে একটি সুন্দর সমাজ গঠনে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় শেষে প্রেস ক্লাব উন্নয়নের জন্য সাংবাদিকদের হাতে তিনি আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,
মোংলা প্রেস ক্লাবের সকল সদস্য সহ পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক মো: এমরান হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমান হোসেন এবং মোংলা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।