মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ৭নং ওয়ার্ডের ঠোটার বালুর মাঠ সংলগ্ন স্থান থেকে নৌকাসহ হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
১১ এপ্রিল (শুক্রবার) রাত ৮টা ৩০ মিনিটের সময় কোস্টগার্ড পশ্চিম জোন অভিযান পরিচালনা করেন। এই অভিযানে সহযোগিতা করেন ৭নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ সুলতান শেখ।
সুলতান শেখ বলেন, আমি গোপন সংবাদ পেয়েছি যে, এখন বালুর মাঠ থেকে হরিণের মাংস বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। আমি কোস্টগার্ড পশ্চিম জোনকে অবগত করি। আমাকে নিয়ে তারা অভিযানে জান। আমাদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা নৌকা ও মাংস রেখে পালিয়ে যায়। এসময় নৌকাসহ হরিণের মাংস উদ্ধার করা হয়।
পরবর্তীতে কোস্টগার্ড পশ্চিম জোন জব্দকৃত মাংসে ডিজেল মিশিয়ে। চাঁদপাই রেঞ্জের আওতাধীন নন্দবালা টহলফাঁড়িরতে সোপর্দ করা হয়।