1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় ফিশারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

আরিফ রববানী ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে
মাছের ঘেরে পোল্ট্রির বিষ্ঠা ও মৃত মুরগরীর নাড়িভূড়ি ব্যবহার করার অপরাধে মজিবর মল্লিক  নামে এক মৎস্য ঘের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২জুলাই) দুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে  ভালুকা সদর ইউনিয়নের মেদিলা গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভালুকা  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন  বলেন, মাছের খাবার হিসেবে পোল্ট্রির বিষ্ঠা ও মৃত মুরগীর নাড়িভূড়ি ব্যবহার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের মেদিলা এলাকায়
 অভিযান চালানো হয়। এ সময় মজিবর মল্লিকের
 ঘের থেকে পোল্ট্রির বিষ্ঠা ও মুরগীর নাড়িভূড়ি উদ্ধার করা হয়। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন ২০২০ এর ৩১(২) ধারা মোতাবেক ঘের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এলাকাবাসীর সামনে উদ্ধার করা  বিষ্ঠা ও মৃত মুরগীর নাড়িভুড়ি  বিনষ্ট করা হয়েছে।
মাছের ফিশারিতে মুরগীর বিষ্টা ও মৃত মুরগীর নাড়িভুড়ি পরিবেশে মারাত্মক দূষণ সৃষ্টি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এ কারণে ফিশারি মালিককে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন ২০২০ এর ৩১(২) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা  জরিমানা করা হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ  বলেন, এইসব লেয়ার ফার্মের মুরগির বিষ্ঠা সরাসরি মাছের খামারে ব্যবহার করায় পরিবেশ ও প্রতিবেশীদের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ফলে স্থানীয় জনগণের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। এসব কারণে  মানুষের পাশাপাশি প্রাণিকুল ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com