ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সফলভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা মৎস্য দপ্তর। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
সভাপতি বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ দেশের মৎস্য খাতের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ময়মনসিংহ মৎস্যসম্পদে সমৃদ্ধ একটি জেলা। আমরা সকলে মিলে এই সপ্তাহকে সফল করতে পারি, যদি সম্মিলিতভাবে পরিকল্পনা ও বাস্তবায়নে এগিয়ে আসি। মৎস্য খাতের সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহায়তা থাকবে।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয় উপস্থাপন করেন। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, পোস্টার ও ব্যানার প্রদর্শনী, স্কুল কলেজ পর্যায়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা, মাছের পোনা অবমুক্তকরণ, সফল চাষিদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং মৎস্য খাত সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে মতামত দেন এবং সবাই মিলে জাতীয় মৎস্য সপ্তাহকে সফলভাবে উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন।