সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোরের আওয়ামীলীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু , তার স্ত্রী শামীমা শারমিন এবং পুত্র সায়েদ আনান চাকলাদারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত । দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৯ মে) যশোরের সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম এ আদেশ দেন।
বিষয়টির নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অনুসন্ধান আবেদনে জানানো হয়, রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
এ বিষয়ে তদন্তের জন্য দুদকের সহকারী পরিচালক আল-আমীনকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় কমিশনের প্রধান কার্যালয়। অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত তিনজনই দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা তদন্ত প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে।
এই প্রেক্ষিতে দুদকের পক্ষে তিনি কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে এই নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেন।