1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু! পাবনার জেলা রেজিস্ট্রার দ্বীপক’র অপসারণের দাবিতে মানববন্ধন রাবি ছাত্রদলের সভাপতি রাহী, সম্পাদক জহুরুল মাধবপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা,কেরানীগঞ্জ থেকে স্বামী গ্রেপ্তার বাইরে থেকে নয়,দেশের সমস্যার সমাধান দেশে থেকেই করতে হবেঃ মির্জ ফখরুল অধ্যাপক তুলসীর স্যারের বাড়িতে হামলার প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ-মানববন্ধন কুড়িগ্রামের ফুলবাড়িতে দুর্নীতিবাজ ও ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহার এবং ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ কয়রায় অনলাইন জিডি কার্যক্রম শুরু: আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন দিগন্তের সূচনা নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড যশোরে জমি নিয়ে সৎ ভাইদের তাণ্ডব, ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

যশোরে জমি নিয়ে সৎ ভাইদের তাণ্ডব, ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মোঃ জুম্মান হোসেন, যশোর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

জমি দখল নিয়ে যশোরে সৎ ভাইদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মামলা ও হামলার শিকার এক পরিবার
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক নারীর সৎ ভাইদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন যশোর সদর উপজেলা ভূমি অফিসের প্রসেস সার্ভার আব্দুল মাজেদ মীর এবং ইউএনও অফিসের কর্মচারী কামরুল মীর।

ভুক্তভোগী রমজান আলী চান্দু জানান, ২০২৫ সালের ২ জুন জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন অভিযুক্ত মাজেদ মীর, কামরুল মীর, আব্দুস সাত্তার, মজিদ মীর ও ওয়াজেদ মীর। ওই ঘটনায় তিনি যশোর আদালতে সিআর-২১৫৬/২৫ নম্বর একটি মামলা দায়ের করেছেন।

রমজান আলীর খালা কুলসুম বেগম বলেন, “আমার বাবা জীবিত অবস্থায় আমাদের সবার মাঝে জমি ভাগ করে দেন। আমার নামে চাঁদপাড়া মৌজার জেএল নং ২০৪, দাগ নং ৭৫১ এর ৩৩ শতাংশ জমি রয়েছে। আমি নিয়মিত খাজনা ও নামজারি করে আসছি। এর মধ্যে ১২.৫ শতাংশ জমি বিক্রি করেছি। বাকি ২০.৫ শতাংশ জমি নিয়ে সৎ ভাইয়েরা জাল দলিল তৈরি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে।”

তিনি আরও জানান, জমি বিক্রির সময় সম্ভাব্য ক্রেতাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। ফলে জমি বিক্রি করা অসম্ভব হয়ে পড়েছে।

ভুক্তভোগী মা মর্জিনা বেগম বলেন, “স্বামীর মৃত্যুর পর ভিটে আঁকড়ে থাকলেও সৎ ছেলেরা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন মেয়ের জমিটুকুও বুঝিয়ে দিচ্ছে না। বরং হুমকি দিচ্ছে প্রাণনাশের।”

এ বিষয়ে চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের এসআই অহিদুজ্জামান জানান, “রমজান আলী চান্দুর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। তারা সাড়া না দেওয়ায় পরবর্তীতে ওয়ারেন্ট অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়, তবে কাউকে পাওয়া যায়নি।”

অভিযুক্ত মাজেদ মীর এ বিষয়ে ফোনে বলেন, “এটি আমাদের পারিবারিক বিষয়, সমাধানের চেষ্টা করছি।” তবে অপর অভিযুক্ত কামরুল মীর ফোন রিসিভ করেননি।

যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন, “দুই পক্ষের কাগজপত্র ও শুনানির ভিত্তিতে যাচাই-বাছাই করে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়া হবে।”

স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপই পারে এ বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com