1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
“রূপগঞ্জে আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিএনপির মিছিল” জয়পুরহাটে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অপরাধে ৩ পরিবহনকে জরিমানা শিবগঞ্জ থানা এলাকাস্থ সংখ্যালঘুর বাড়ি ভাংচুর,অগ্নি সংযোগ ও লুটপাটের,প্রধান আসামী আঃ রহিম গ্রেফতার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে কুড়িগ্রামে র‌্যালি ও আলোচনা সভা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানিকগঞ্জে (চাঞ্চল্যকর) কার্টুনবন্দী নারী মরদেহের পরিচয় মিলেছে গাজা থেকে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হামাসের ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মাংস বিক্রেতা ডাবলু গ্রেফতার ঝিনাইগাতীতে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রেপ্তার ১ ভুঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরে মাসুদ হত্যা মামলায় ছয়জনের বিরুদ্ধে পুনঃচার্জশিট

যশোর জেলা প্রতিনিধি মোঃ জুম্মান হোসেনঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে
যশোরের কেফায়েতনগর গ্রামের কাঠ ব্যবসায়ী মাসুদ হত্যা মামলায় ছয়জনকে অভিযুক্ত করে পুনঃচার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই বিল্টু কুমার দাস।
অভিযুক্ত আসামিরা হলেন যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের নুরুল ইসলামের ছেলে বদরুজ্জামান পিন্টু, দক্ষিণ গাইদগাছি গ্রামের আমানত মোল্যা আলী আকবরের ছেলে আব্দুল কাছেদ আলী, একই গ্রামের আবুল হাসান সরদারের ছেলে ও অভয়নগরের প্রেমবাগের বাসিন্দা ইব্রাহিম হোসেন বাবু, বনগ্রামের আজিজুর রহমানের ছেলে মুরাদ হোসেন, প্রেমবাগ পশ্চিম কাটাখাল এলাকার হাফিজুর রহমানের ছেলে শিমুল হোসেন শান্ত ও শওকত আলী মোল্যার ছেলে আল-আমিন।
মামলার অভিযোগে জানা গেছে, গাইদগাছি গ্রামের কাঠ ব্যবসায়ী মাসুদ রানাকে চুরির অপবাদে মারপিট করে গুরুতর জখম করে। এরপর আসামিরা পরিকল্পিতভাবে তাদের হাসপাতালে নেওয়ার কথা বলে ওই বাড়ি থেকে ভ্যানে করে নিয়ে বনগ্রামের কাটাখাল মোড়ে নামিয়ে রেখে চলে যায়। পরে সংবাদ পেয়ে মাসুদের পরিবার ঘটনাস্থলে যেয়ে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত মাসুদের মা যশোর সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের খাদিজা বেগমসহ ছয়জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে এজাহারনামীয় ওই আসামিদের অভিযুক্ত করে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা।
আসামিদের দেওয়া জবানবন্দিতে এ হত্যার সাথে জড়িত জুলফিকার, মামুন, ফিরোজ ও শামীমকে চার্জশিট ভুক্ত না করায় আদালতে নারাজি আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালতের আদেশে সিআইডি পুলিশ পুনঃতদন্তের দায়িত্ব পায়। দীর্ঘ তদন্ত শেষে আদালতে পূর্বের ন্যায় একই আসামিদের অভিযুক্ত করে আদালতে পুনঃচার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
চার্জশিটে অভিযুক্ত আসামিরা জামিনে আছে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com