“যশোরের মাটি ইতিহাসের ঘ্রাণ, অ্যালামনাই গড়ুক সৌহার্দ্যের জয়গান” – এই স্লোগানকে সামনে রেখে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম. এম.) কলেজের ইতিহাস বিভাগে অনুষ্ঠিত হয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোগো উন্মোচন অনুষ্ঠান।
শনিবার (৫ জুলাই) কলেজের ইতিহাস বিভাগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোগো উন্মোচন করেন বিভাগীয় প্রধান ও প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক শামীমা আখতার।
আগামী ১ নভেম্বর ২০২৫ সালে ইতিহাস বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে জাঁকজমকভাবে আয়োজন করা হবে “১ম ইতিহাস পুনর্মিলনী ২০২৫”। এ উপলক্ষে চলছে নানা প্রস্তুতি।
উল্লেখ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিভাগে বর্তমানে ৬৩তম ব্যাচের শিক্ষার্থীরা অধ্যয়নরত রয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. ওয়াহেদুল ইসলাম, শিক্ষক, ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ।
প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান এবং ঝিকরগাছার সরকারি শহীদ মশিয়ূর রহমান কলেজের প্রভাষক ফারহানা হক।
বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নুরুন্নবী হৃদয়, হামিদা হিমু এবং শিমন বিশ্বাস।
এসময় আরও উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর ও প্রভাষক হাশেম আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী লিমা খাতুন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যৎ পরিকল্পনা ও পুনর্মিলনী আয়োজন নিয়ে আলোচনা হয়।
এ আয়োজন ইতিহাস বিভাগে প্রাক্তন ও বর্তমানদের মাঝে বন্ধন জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।