যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল (৫৩) আবারও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। রবিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুরে নিজ বাড়ির সামনে দণ্ডায়মান অবস্থায় থাকা অবস্থায় তাকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় বাবুল তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী তানভীরসহ ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
এর আগেও, ২০২৩ সালের ২৯ মে রাতে নাজির শংকরপুর এলাকায় আফজাল হোসেন নামে এক যুবক খুন হন, যিনি একাধিক মামলার আসামি ছিলেন। পরদিন তার জানাজা শেষে ফেরার পথে একই এলাকায় হামলার শিকার হয়েছিলেন কাউন্সিলর বাবুল। সেই সময়ও তাকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে আহত করেছিল।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাউন্সিলর বাবুলের ওপর পুনরায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।