1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
আবারো বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল – পিকাপ সংঘর্ষে নিহত একজন চিকিৎসক সরিষাবাড়ীতে ধান- চাল সংগ্রহ উদ্বোধন মাদারীপুরের শিবচরে নিখোঁজের দুই দিন পর আড়িয়াল খাঁ নদী থেকে মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার নজরুল-পুরস্কার পেলেন কবি সাহিত্যিক সম্পাদক আব্দুল হাই শিকদার নাচোলে ২৯ বছর পর মামলার রায় পেয়ে উচ্ছেদ অভিযান কার্যকর নিদ্রা সমুদ্র সৈকত: অপার সম্ভাবনার এক নিসর্গ ভূমি এখন থেকে হাসাপাতালে ডাক্তারদের সাথে ঔষধ কোম্পানির প্রতিনিধি গণের একান্ত স্বাক্ষাত নিষেধ নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ আটক ৩ দাকোপের অ্যাভেনগার্ড শিপইয়ার্ড ও বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন নেত্রকোনায় গার্মেন্টস কর্মী হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

যশোর সদর উপজেলা শ্রমিক দলের সমাবেশ বিএনপি কোন সন্ত্রাসী কিংবা নিশিরাতের সংগঠন নয়- অধ্যাপক নার্গিস বেগম

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আমাদের লড়াই একটি গণতাান্ত্রিক সরকার প্রতিষ্ঠার। যে সরকার জনগণের সকল মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিষ্কন্ঠক রাখতে পারবে। সেই লক্ষ্য পূরণে বিএনপি চায় আগামী দিনে সকলের অংশ গ্রহণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠিত হোক। সেই লক্ষ্যকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। এ থেকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মহান মে দিবস ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার যশোর সদর উপজেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। উপশহর ট্রাক স্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তখনই শ্রমিকের সকল যৌক্তিত দাবি পূরণ হয়। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন। সে চেতনাবোধ থেকে বিএনপি সব সময় শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে অবস্থান নিয়েছে। আর ফ্যাসিস্ট সরকার বিগত দিনে নিজের পরিবার এবং দলের স্বার্থকে প্রধান্য দিয়ে শ্রমিকের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। তিনি বলেন, বিএনপি কোন সন্ত্রাসী কিংবা নিশিরাতের সংগঠন নয়। বিএনপি দেশ ও জনগণের পক্ষে কথা বলে। বিএনপি জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। সে কারণে আগামী দিনে জনগণ মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্য বিএনপির আন্দোলনে চলমান। সেই লক্ষ্যে আমরা সকলেই অচিবল থেকে জনগণের কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে সক্ষম হবো ইনশা আল্লাহ। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং আশরাফুজ্জামান মিঠু। সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com