র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ঢাকার যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া বিদেশী শটগান কুষ্টিয়ার দৌলতপুর থেকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাত ১০ টা ১০ মিনিটে দৌলতপুর থানাধীন হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামস্থ মেসার্স স্বদেশ ট্রেডিং মার্কেটের বিপরীতে উত্তর পার্শ্বে দৌলতপুর হইতে ভেড়ামারা গামী রাস্তার পাশে কাশ বনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে র্যাব। র্যাব সূত্র জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে র্যাব জানতে পারে, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামস্থ মেসার্স স্বদেশ ট্রেডিং মার্কেটের বিপরীতে উত্তর পার্শ্বে দৌলতপুর হইতে ভেড়ামারা গামী রাস্তার পাশে কাশ বনের মধ্যে” পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র পড়ে আছে।সেই মোতাবেক র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশী ১২ বোর সচল শটগান উদ্ধার করা হয়। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ধারনা শটগানটি গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে দুষ্কৃতিকারী কর্তৃক ডিএমপি ঢাকা যাত্রাবাড়ী থানা হতে লুট হওয়া অস্ত্র। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রটির বিষয়ে অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা ও কার্যক্রমের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।