নীলফামারী জেলা জলঢাকা থানা কৈমারী ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে জমি দখল অভিযোগ পাওয়া গেছে যুবদল নেতার মোহাম্মদ বুলু ইসলাম ভুট্টু মিয়ার বিরুদ্ধে। অভিযোগ করেন মোহাম্মদ জেনারুল হক তিনি বলেন ২০০০ সালে আড়াই শতক জমি তিনি বলেন ২০০০ সালে (২.৫)আড়াই শতক জমি এবং ২০০৬ সালে জমি (২.৫) আড়াই শতক মোট ৫ (পাঁচ) শতক মোট পাঁচ শতক ক্রয় করেন। দীর্ঘ ১০ বছর ভোগ করেন। সেই জমি বসবাস করার জন্য মাটি ভরাট করেন হঠাৎ যুবদলের প্রভাব খাটিয়ে সেই জমিভুট্টু মিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি দখল করে ঘর নির্মাণ করেন। তাকেই ঘর নির্মাণ বাধা প্রদান করিলে বাসায় একলা পাইয়া মারধর করেন ভুট্টু মিয়া ও তার ভাই তারিকুল ইসলাম। জেনারুল হক মেডিকেলে ভর্তি হন। থানায় অভিযোগ দাখিল করিলে সুষ্ঠু তদন্ত হয় যুবদলের প্রভাবের কারণে বিচার পাননি বলে জানান। এবং তাকে নানা রকম হয়রানি এবং মিথ্যা বানোয়াট মামলার ভয় ভীতি প্রদান করেন।