শ্রীমঙ্গল কাথলিক মিশন ফাদারদের বাসভবনের ওয়ালে রংতুলি দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে শ্রীমঙ্গল ধর্মপল্লীর অধীনে বসবাসকারী খ্রীস্টভক্তদের জীবন ও জীবিকার সাথে সম্পর্কযুক্ত তাদের শিল্প ও সংস্কৃতির চিত্র।
এখানে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীমঙ্গল খীস্টভক্তদের বিভিন্ন ভাষার মানুষের জীবন জীবিকা এবং তাদের বসবাসের ঘরবাড়ি চিত্র । প্রধান পুরোহিত শ্রদ্ধেয় ফাদার ড.জেমস শ্যামল গমেজ সিএসসি মহোদয় এবং সহকারী পুরোহিত শ্রদ্ধেয় ফাদার রবার্ট নকরেক সিএসসি মহোদয়ের এই সুন্দর উদ্যোগ গ্রহণ করেন, তাদের এই সুন্দর উদ্যোগে শ্রীমঙ্গল ধর্মপ্লীর খ্রীস্টভক্তগন অনেক অনেক আনন্দিত এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মাননীয় পাল পুরোহিত ইতিমধ্যে মিশন ক্যাম্পাস, ছাত্রাবাস ও গীর্জাঘর সমূহের অবকাঠামোগত অনেক উন্নয়ন করেছেন । মাননীয় প্রধান পুরোহিত ধর্মপল্লীবাসীর আধ্যাতিক যত্নের পাশাপাশি বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির কার্যক্রম সত্যিই অনেক কার্যকরী এবং প্রশংসার দাবিদার বলে জানান এই ধর্মপ্লীর খ্রীস্টভক্তগন।