গতকাল বুধবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে মিঠাপুকুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার। বক্তব্য রাখেন ওয়াল ভিশন বাংলাদেশ এর রংপুর- ময়মনসিংহ ক্লাস্টার ফিল্ড কমিউনিকেশন কো-অর্ডিনেটর আলভী হোসেন, ওয়াল ভিশন বাংলাদেশ এর মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান রিপুল, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সাবেক সাধারন সম্পাদক আঃ হালিম প্রমুখ। মতবিনিময় সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনান্তে মিঠাপুকুরে এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য উপজেলাবাসীর পক্ষ থেকে সাংবাদিকগন দাবী জানান। মতবিনিময় সভাটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুসময় সানখিন এবং তাকে সহযোগীতা করেন ইয়ং প্রফেশনাল কর্মকর্তা তৃষ্ণা সরকার।